মুকসুদপুরে ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ফলাফল স্হগিত - MB TV

মুকসুদপুরে ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ফলাফল স্হগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩ | ২:৫৩ 100 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩ | ২:৫৩ 100 ভিউ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে বিদ্যালয়ের সাধারণ দাতা সদস্যসহ শিক্ষকদের লাঞ্চিত করার ঘটনা ঘটেছে।
গত ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এরপরই শুরু হয় অপ্রীতিকর ঘটনা। স্থগিত হয় নির্বাচন।

বিজ্ঞাপন

জানা যায়, পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে ঐদিন নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি প্রার্থী আমান খান ও দিপু মিয়া দুই প্রার্থীর মধ্যে নির্বাচিত সদস্য ও দাতা সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হবে।
মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। অপেক্ষমান সকলের সামনে সভাপতি প্রার্থী দিপু মিয়াসহ মন্টু সাদ্দত করিম মন্টু মিয়া,মহসিন সরদার , সম্রাট মিয়া ও সাহিদুজ্জামান মিয়া পল্টু মিয়া সাধারণ দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সরদারকে লাঞ্চিত করেন। দিপু মিয়া এক পর্যায়ে হট্টগোল শুরু করে। মুহুর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ঘটনার পর গোটা এলাকা জুড়ে জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

চন্ডিবর্দি গ্রামের বাসিন্দা ও এক অভিভাবক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সরদারকে লাঞ্চিত করার প্রতিবাদসহ বিচার দাবী করেন। তিনি আরও বলেন, একটি কু-চক্রীমহল ঐতিহ্যবাহী স্কুলের সুনাম নষ্ট করার পায়তারায় লিপ্ত। তারা নির্বাচন ছাড়াই জোর করে সভাপতি হতে চায়। কিছু কুচক্রি মহল শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগালি করে।

বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ দাতা সদস্য লিয়াকত আলী সরদার জানান, নির্বাচন বানচালের উদ্দেশ্য আমাকে লাঞ্চিত করা হয়েছে। আমাকে জোর পুর্বক সভাপতি প্রার্থী দিপু মিয়াকে ভোট প্রদানে বাধ্য করার চেষ্টা করে এবং লাঞ্চিত করে। আরো অন‍্য সদস্যদের বাইরে আটকে রাখা হয়েছে। তাছাড়া দিপু মিয়া অপর সভাপতি প্রার্থীকে হুমকি ধমকি দিচ্ছেন ও তার সন্ত্রাসীরা দেশি অস্ত্রসহ নিয়ে বাইকে মহড়া দিচ্ছেন ।নিশ্চিত পরাজয় জেনে দিপু মিয়া এসব কর্মকান্ড করছেন বলে জানা যায়।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে বেলা এগারোটায় নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুই সভাপতি প্রার্থী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট ভোটার, এলাকাবাসীর উপস্থিত সকলের সামনে অপর এক সভাপতি প্রার্থী ও অন্যান্য সদস্যদের আক্রমান্তক ও নোংরা ভাষায় মারতে উদ্যত হওয়া সহ হুমকি দেন অপর সভাপতি প্রার্থী দিপু মিয়া ও মন্টু মিয়াসহ চল্ডিবর্র্দি গ্রামের কিছু সন্ত্রাসী। অপর এক সভাপতি প্রার্থীর ভোটারদের জোরপুর্বক আটকে রেখে শারিরিক হেনস্থাসহ বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করেন দিপু মিয়া। পরে মুকসুদপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন মোল্লা বলেন, সুষ্ঠু পরিবেশ না থাকায় উপজেলা নির্বাহী অফিসারের আদেশক্রমে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার দিন নির্ধারণ করা হবে।

 

বিষয়ঃ