নিয়ামতপুরে নেশাখোরদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিবাদ করায় মারধর, থানায় অভিযোগ

মার্চ ১০, ২০২১ | ১০:০৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , এমবি টিভি

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদ দাতা :  নওগাঁর নিয়ামতপুরের পাড়ইল ইউনিয়নের সেফায়েতপুরে নেশাখোরদের অত্যাচারে অতিষ্ঠি গ্রামবাসী। প্রতিবাদ করায় মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে হাসান বাবু বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাড়ইল ইউনিয়নের সেফায়েতপুর গ্রামের আজাদ মন্ডলের ছেলে গোলাপ ওরফে মিষ্ট (১৮), নজরুল ইসলামের ছেলে ও বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রাজ্জাক (৪০)সহ তাদের সহযোগী তায়েজ উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী (৩০) ও শামীম ইসলামের ছেলে বিপ্লব হোসেন (২৫) গত ৬ মার্চ শনিবার রাত সাড়ে ৮টায় গ্রামের রাস্তার পাশে নেশা করে। সে সময় ঐ পথ দিয়ে একই গ্রামের মৃত- করিম মোল্লার ছেলে হাসান বাবু (৩৫) ও তাঁর আরো তিন সঙ্গী বাড়ী যাওয়ার পথে উক্ত নেশাখোররা তাদের পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে হাসান বাবু প্রতিবাদ করায় নেশাখোররা তাঁর উপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে।এ সময় হাসান বাবুর অন্য সঙ্গীরা এগিয়ে আসলে নেশাখোররা পালিয়ে যায়। এ রকম ঘটনা প্রতি নিয়ত চলে। এ বিষয়ে অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।