তানিম রহমান অংশু বানাচ্ছেন ১০টি শর্টফিল্ম

মার্চ ৫, ২০২১ | ১১:১০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , এমবি টিভি

বিনোদন ডেস্ক :  নির্মাতা হিসেবে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন তানিম রহমান অংশু। স্বীকৃতিস্বরূপ তিনি তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘ন ডরাই’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নির্মাতার পুরস্কার অর্জন করেছেন। তরুণ এই নির্মাতা এবার ১০টি শর্টফিল্ম বানাচ্ছেন।     ইতোমধ্যে পাঁচটি শর্টফিল্মের শুটিং সম্পন্ন করেছেন তানিম রহমান অংশু। আরও পাঁচটি বানাবেন বলে জানালেন।   সেগুলোর মধ্যে সম্প্রতি শেষ হয়েছে ‘কালো বিড়াল’ নামে একটি শর্টফিল্মের শুটিং। কবি রুদ্র হকের চিত্রনাট্যে সেখানে অভিনয় করেছেন মিথিলা, আসিফ আহসান খান প্রমুখ।   মডেলিংয়ে পরিচিত মুখ আসিফ আহসান খান। শর্টফিল্মটি নিয়ে তিনি বলেন, এটি মূলত দম্পতির গল্প। যেখানে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে একটি কালো বিড়ালের দেখায় হয়। এর পর বিভিন্ন ঘটনা ঘটে থাকে।   অংশু বলেন, ‘কালো বিড়াল’ এর গল্পটি সুপার ন্যাচারাল। রোম্যান্টিক, হরর, ক্রাইম, ম্যাজিক্যাল মিলিয়ে ১০টি ভিন্ন ভিন্ন গল্পে ১০টি শর্টফিল্ম তৈরি হচ্ছে। সবগুলোর শুটিং সম্পন্ন করে বিস্তারিত জানাবো।