খুশকি থেকে মুক্তি পেতে কি করবেন

মার্চ ৫, ২০২১ | ১০:৪৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , এমবি টিভি

তাসিয়া ফারুক :    মাথার ত্বকের সাদা ফ্লেক সৃষ্টি হলে তাকে খুশকি বলে। খুশকির খুব সাধারণ সমস্যা এবং প্রায় প্রত্যেকেই এর মুখোমুখি হন। মাথার ত্বকের সাদা ফ্লেক সৃষ্টি হলে তাকে খুশকি বলে। খুশকি থেকে মুক্তি পেতে কিছু টিপস অনুসরণ করুন।   নিয়মিত চুল চিরুনি করা বেশি বেশি চুল চিরুনি করুন। প্লাস্টিক বা বোয়ার ব্রিশল চিরুনি ব্যবহার করা ভালো। যা তেল চুলের ফলিক আনলক করতে এমনকি চুলের বৃদ্ধিতে সহায়তা করে।   সঠিক পণ্য কিনুন খুশকির সমস্যা সমাধানের জন্য আপনাকে অবশ্যই ভাল ক্লিনিজিং শ্যাম্পু ব্যবহার করতে হবে। খুশকি আক্রান্ত চুলের যত্নের পণ্য কিনুন যা খুশকি দূর করবে। শ্যাম্পু করার সময় ভালোভাবে মাথার ত্বক পরিষ্কার হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন।   নিয়মিত চুল ধুয়ে নিন প্রোডাক্ট বিল্ড-আপ এড়াতে নিয়মিত চুল ধুতে হবে। একটি ভাল ক্লিনিজিং শ্যাম্পু নিয়ে মাথার ত্বকের ম্যাসাজ করে ধুতে হবে। প্রতি সপ্তাহে দুই তিন বার শ্যাম্পু করলে খুশকি দূর হবে।