সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের  স্ত্রী-সন্তানসহ নিহত ৩

মার্চ ৪, ২০২১ | ৮:৩৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , এমবি টিভি

নিউজ ডেস্ক :  ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। ওই ঘটনায় মেয়রসহ আহত হয় অন্তত ১০ জন। এ ঘটনায় মেয়রসহ গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত পৌঁনে ১০টার দিকে উপজেলার ঢাকা-বাড়েরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-নগরকান্দার পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গৌরব সরকার (২৫) ও উপজেলা যুবলীগ নেতা কামাল মাতুব্বর(২৭)। স্থানীয়রা জানায়, পারিবারিক কাজে ভাঙ্গায় গিয়েছিলেন মেয়র। সেখান থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে করে ফিরছিলেন তিনি। ফেরার পথে রাত পৌঁনে ১০টার দিকে ঢাকা-বাড়েরহাট মহাসড়কে পৌছালে চট্টগ্রামগামী জিএফ পরিবহনে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও সঙ্গী মারা যান। পরে আহত অবস্থায় গোবিন্দ চন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মেয়রকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।গুরুতর আহত মেয়রকে রাতেই হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে।