সিরাজগঞ্জের  চরাঞ্চলে বজ্রপাতে  এক গৃহবধূর মৃত্যু

মে ১০, ২০২১ | ৯:৪০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , এমবি টিভি

শেখ মাহবুব,  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

  সিরাজগঞ্জের কাজিপুরের দুর্গম চরাঞ্চলে বজ্রপাতে কুলসুম খাতুন ( ৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় সম্পা খাতুন (২৫) নামে আর ও এক নারী মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে

রোববার (৯ মে) দুপুরে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চর ছেইন্না গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কুলসুম তেকানি ইউনিয়নের ডিগ্রি তেকানি গ্রামের লাল মিয়ার স্ত্রী।

মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত কুলসুম ও আহত সম্পা কৃষিকাজ তদারকি করতে রোববার সকালে বাড়ির পাশের চর ছেইন্না ক্ষেতে যান। কাজ শেষে দুপুরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কুলসুম ও সম্পার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই কুলসুল মারা যান।গুরুতর আহত সম্পাকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।