একাত্তর বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের অফিসে চুরির ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি

ফেব্রুয়ারি ২২, ২০২১ | ৮:৪৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , এমবি টিভি

স্টাফ রিপোর্টার: প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ একাত্তর বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের অফিসে চুরির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি । দৈনিক একাত্তর বাংলাদেশ এর সহযোগী সম্পাদক এম এ খাঁন আমানের অফিসে দুধর্ষ চুরি দৈনিক একাত্তর বাংলাদেশ এর সহযোগি সম্পাদক এম এ খাঁন আমানের বিজয়নগরস্থ ব্যবসায়িক কার্যালয়ে দুধর্ষ চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার অভিপ্রায় নিয়ে পরিকল্পিতভাবে এঘটনা ঘটানো হয়েছে। এব্যাপারে শাহবাগ থানায় মামলা হয়েছে।মামলা নং ২৪,তারিখ ১৬|০২|২০২১। জানা গেছে বিজয় নগর আলী ম্যানশন বিল্ডিং এর চতুর্থ তলার ৪৪নং রুমে গত ২ ফেব্রুয়ারি আনুমানিক গভীর রাতে এই চুরির ঘটনাটি ঘটে। এসময় দরজার তালা ভেংগে মুল্যবান ল্যাপটপ, কমার্স ব্যংকের চেক,পাশ বই,অফিসিয়াল ডকুমেন্টস,আইসিডি কমলাপুর, কাস্টম হাউসের সিএন্ডএফ লাইসেন্সএর ২টি পাস বুক,৮০ হাজার টাকাসহ অন্যান্য মুল্যবান কাগজ পত্র খোয়া যায়।এবিষয়ে জিডি করার পর পরবর্তীতে মামলা করা হয়। অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করা হলেও এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি