রায়গঞ্জের চান্দাইকোনায় সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করছে এক প্রভাবশালী 

এপ্রিল ১৬, ২০২১ | ৬:৪৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , এমবি টিভি

শেখ মাহবুব,  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার  চান্দাইকোনা ইউনিয়নের পাইকোড়া পূর্ব পাড়া গ্রামে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা যায় স্থানীয় ৮ নং ওয়াডের পো্ল্লাদ মেম্বার এর সহযোগীতায় শ্রী অনন্ত সরকার কুশি  পিতা মৃত সুরেশ সরকার। সরকারি রাস্তার ৫টি ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করছে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ২০হাজার টাকা হবে। এবিষয়ে পোল্লাদ মেম্বার এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন সে তার নিজের জায়গার গাছ কেটে বিক্রি করছে । আমি এবিষয়ে কিছু বলতে পারবোনা আমি এখুন অনেক দুরে আছি। ইউনিয়ন ভূমি অফিসে মোবাইলে যোগাযোগ করে কাউকে পাওয়া যায় নি।
এদিকে রায়গঞ্জ উপজেলা ভুমি অফিসে ০১৭৩৩ ৩৩৫০৩৩ নং মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন এবিষয় আমার এখতিয়ারে নয়। চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ হান্নান এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন   বিষয়টি আমি গ্রাম পুলিশ পাঠিয়ে দেখছি।
রিপোট লেখা পযর্ন্ত  ঘটনার কোন সুরাহা হয়নি। এদিকে এলাকার সকল পেশার মানুষ বলেন সরকারি সম্পদ রক্ষা করার জন্য উধর্তন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নজর দেওয়া প্রয়োজন।