নাটোরে করোনায় তরুণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মার্চ ৩১, ২০২১ | ১:২১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , এমবি টিভি

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম কনক (৩১) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার ভোরে শহরের কানাইখালি এলাকায় নিজ বাড়ীতেই তার মৃত্যু হয়। কনক একই এলাকার ঠিকাদার পলাশ আহমেদের ছেলে ও সংসদ সদস্য রত্না আহমেদের নাতি। তিনি ন্যাশনাল ব্যাংক নাটোর শাখার ফাস্ট এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত ছিলেন। সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, বেশ কিছু দিন ধরেই করোনা ভাইরাসের উপসর্গ ছিলো কনকের শরীরে। এ নিয়ে তিনি গত ২৪মার্চ সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে সেই দিনই তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পরে। এর পর থেকে সে তার নিজ বাড়ীতেই চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তিনি মারা যান। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে। সেই সাথে তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এ নিয়ে এক সপ্তাহে নাটোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সরকারি হিসাবে ১২৯৪ জন। নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ না থাকায় বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি।