নাটোরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের মানববন্ধন অনুষ্ঠিত - MB TV

নাটোরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের মানববন্ধন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১০, ২০২১ | ৯:০৯ 48 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১০, ২০২১ | ৯:০৯ 48 ভিউ
Link Copied!
নাটোর সংবাদ দাতা : 
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ এর অসামঞ্জস্যতা সংশোধন সহ তিন দফা দাবীতে নাটোরে মানববন্ধন করেছে  ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবি। দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা শাখার ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
এসময় বক্তারা বলেন, আইডিইবি’র প্রকৌশলীরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার এবং এর সুফল গণমানুষের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। অবিলম্বে তাদের দাবী সমুহ বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।

বিষয়ঃ