টিকা নেয়ার পর অসুস্থ, বিশ্রামে থাকবেন রচনা ব্যানার্জী


বিনোদন ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিয়েছেন টালিউড অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা ব্যানার্জী। টিকা নেয়ার পর তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। জ্বর ও মাথা ঘোরার সমস্যা রয়েছে। তাই দুই দিন বিশ্রামে থাকবেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
যাদের বয়স ৬০ এর বেশি তাদেরকেই এই টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে যাদের কো-মর্বিডিটি রয়েছে, তারাও টিকা নিতে পারছেন। তাই রচনা কীভাবে টিকা নেয়ার সুযোগ পেলেন তা নিয়ে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন।
প্রসঙ্গত, বি-টাউনে কমল হাসান, শিল্পা শিরোদকারসহ বহু তারকাকেই করোনার টিকা নিতে দেখা গেছে। তবে টালিউডে এখনও তারকাদের টিকা নিতে দেখা যায়নি। সরকারি হাসপাতালে বিনামূল্যেই মিলছে টিকা। অন্যদিকে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের দাম সর্বোচ্চ ২৫০ টাকায় বেঁধে দিয়েছে সরকার। সূত্র: জি নিউজ