নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Link Copied!

মোঃ ইমরান ইসলাম,নিয়ামতপুর( নওগাঁ) :
নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে মানববন্ধন র্যালি ও আলোচনা সভার মধ্যেদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এবারে আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদ্য বিষয় “করোনাকালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব “।
গতকাল সোমবার(০৮ মার্চ)সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ থেকে র্যালিটি বের হয়ে, সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ
।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, , উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম,সহকারী কমিশনার( ভূমি ) নিলুফা সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন ,ব্র্যাক সামাজিক ক্ষমতায়নের পিও আফরোজা আইরিন, এফ ও আহসান হাবীব ,পল্লী সমাজের সভাপ্রধান শিখা রানী,পল্লী সমাজের সদস্য ইভাওসি,
ও ইয়ুদ কর্মসূচি সদস্যগণ উপস্থিত ছিলেন।