লক্ষ্মীছড়িতে জোন কমান্ডারস্ কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন, সদর একাদশ চ্যাম্পিয়ন  - MB TV

লক্ষ্মীছড়িতে জোন কমান্ডারস্ কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন, সদর একাদশ চ্যাম্পিয়ন 

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ২:১৮ 71 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ২:১৮ 71 ভিউ
Link Copied!
খাগড়াছড়ি প্রতিনিধি: 
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জোন কমান্ডারস্ কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। সোমবার বাকালে  লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রপি ও নগদ টাকা তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহাংগীর আলম। এসময় তিনি বলেন, খেলাধুলা বিনোদনের বড় একটি মাধ্যম, যা শরীর মন উভয় ভালো রাখে। তাই বেশী বেশী খেলাধুলার আয়োজন করে যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হবে।
এসময় নাবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেলঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, জোন উপ-অধিনায়ক মেজর মোঃ রিসালাত রাজীব’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন ও ক্রীড়ামুদি জনগন উপস্থিত ছিলেন।
খেলায় সর্বমোট ১৮টি দল অংশগ্রহন করে। ফাইনাল ম্যাচে দেওয়ানপাড়া একাদশকে তিন শূণ্য গোলে হারিয়ে লক্ষ্মীছড়ি সদর একাদশ বিজয়ী হয়। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় এবং শ্রেষ্ঠ গোলদাতা প্রত্যেককে নগদ ২০হাজার টাকা করে পুরুষ্কার প্রদান করা হয়l
খাগড়াছড়ি প্রতিনিধি।
Attachments area

বিষয়ঃ