ময়মনসিংহের ত্রিশালে পৌর মেয়র হ্যাটট্রিক জয় আনিসের গণ সংবর্ধনা - MB TV

ময়মনসিংহের ত্রিশালে পৌর মেয়র হ্যাটট্রিক জয় আনিসের গণ সংবর্ধনা

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ৯:৫৭ 49 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ৯:৫৭ 49 ভিউ
Link Copied!

 এনামুল হক,ময়মনসিংহ : 

ত্রিশালে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে  হেট্রিক করায় পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

 

বিজ্ঞাপন

সোমবার (৮ মার্চ)  ত্রিশাল পৌরবাসীর আয়োজনে গো- হাটা মাঠে এই গণ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান চানুর সভাপতিত্বে পৌরবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানান, নব নির্বাচিত কাউন্সিলর বৃন্দদেরকে

 

।নব নির্বাচিতরা হলেন গত ১৪ ফেব্রয়ারী এ পৌরসভায় ভোট গ্রহণ করা হয়।সাধারণ আসনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওসমান গনি, ২ নম্বর ওয়ার্ডে রাশিদুল হাসান বিপ্লব, ৩ নম্বর ওয়ার্ডে মোঃ শাহীন মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে আজাহারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে মেহেদি হাসান নাসিম, ৬ নম্বর ওয়ার্ডে আলমগীর কবীর, ৭ নম্বর ওয়ার্ডে মানিক সাইফুল, ৮ নম্বর ওয়ার্ডে খালেদ মাহমুদ এবং ৯ নম্বর ওয়ার্ডে মোঃ আনিছুজ্জামান। সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা আক্তার, ৪, ৫ ও ৬ ওয়ার্ডের শাহানাজ পারভীন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিউটি আক্তার রানু।

বিজ্ঞাপন

বিষয়ঃ