বৃষ্টি নামলেই ভোগান্তি  হাজার হাজার মানুষ  - MB TV

বৃষ্টি নামলেই ভোগান্তি  হাজার হাজার মানুষ 

ডেস্ক নিউজ
আপডেটঃ জানুয়ারি ১৫, ২০২২ | ১০:৩১ 75 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ জানুয়ারি ১৫, ২০২২ | ১০:৩১ 75 ভিউ
Link Copied!

 

জুয়েল রানা, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের সলঙ্গা  থানার সলঙ্গা বাজার নিমগাছি সিএনজি মোড় নামক স্থানে প্রায় ২০০ মিটার রাস্তার বেহাল অবস্থা দেখার কেউ নাই। বৃষ্টি নামলেই যেন রাস্তার উপর হাঁটু পানি। গত মঙ্গলবার (১১ জানুয়ারী) রাতে আনুমানিক ২ থেকে ৩ ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তার উপর পানি জমাট ও রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে এর আগেও অনেকবার বিভিন্ন  পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর সরকারি বাজেটে রাস্তার পাশে পাইপ দিয়ে পানি নিষ্কাশন করার পর কয়েকদিন ভালোই যাবার পর যেমন ছিলো আবার তেমন হয়ে গেছে। এ ব্যাপারে সরকারের কাছে ভোগান্তিতে থাকা হাজারো যাত্রী ও অটো রিক্সা,সিএনজি,ভটভটিসহ সকল যানবাহন চালকের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা।
বিভিন্ন এলাকার মানুষের কাছে ধান বিক্রির জন্য সলঙ্গা বাজার অত্যান্ত গুরুত্বপূর্ন।
শুধু ধানই নয় বিভিন্ন ধরনের ফসল, পন্য সামগ্রীর জন্যেও সলঙ্গা  বাজার অত্যান্ত গুরুত্বপূর্ন।
এ বাজারে বিভিন্ন ধরনের ফসল, পন্য সামগ্রী বিক্রি বা কিনে আনা নেয়ার জন্যে ভোগান্তিতে পড়তে হচ্ছে । এ ব্যাপারে ভোগান্তিতে থাকা হাজারো যাত্রী ও চালক  জামাল উদ্দিন, জুনায়েদ আহমেদ, করীম,বক্করসহ অনেকে বলেন, রাস্তাটি দিয়ে যাত্রী ও ভারী যানবাহন চলাচলের জন্য রাস্তাটি অনুপযোগী হয়ে পরেছে। আমাদের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি ।

বিষয়ঃ