নয়ন শর্মা, পটিয়াঃ
গৌরব, ঐতিহ্য,সংগ্রাম, সাফল্যের ৭৪ তম বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বিকাল ৪ টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং কেক কাটার মধ্যে দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত আলোচনা সভায় পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক অজয় শীলের সভাপতিত্বে এবং পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এন এ নাছির, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ রাসেল,পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল দাশ বাবু, দক্ষিন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু তৈয়ব সোহেল, উপজেলা যুবলীগ নেতা সাইদুল হাসান রুবেল,সহ-সম্পাদক আশিস দে, পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আলভী ,আদনান সাঈদ ও আহবায়ক কমিটির সকল ছাত্রলীগ নেতৃবৃন্দরা।