পটিয়ায় কবি-সাংবাদিক শিবুকান্তি দাশের ৫০তম জন্মদিন উদযাপিত
নিজস্ব সংবাদদাতা :
বর্ণিল আয়োজনে কবি-সাংবাদিক শিবুকান্তি দাশের ৫০তম জন্মদিন উদযাপিত হয়েছে কবির জন্মভূমি পটিয়ায়। ২১ ফেব্রুয়ারি ১৯৭১ কবি আবদুল করিম সাহিত্যবিশারদ, ড. আহমদ শরীফের জন্মধন্য পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন।
কবির জন্মদিনে রাজধানী ঢাকায় ভিন্ন কর্মসূচি থাকায় আগের দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি পটিয়া শহরের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিনের বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধা, সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের সারথীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
‘শিবু সুহৃদ’ এর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পটিয়া সরকারি কলেজে অধ্যয়নকালে কবির শিক্ষক, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম।
আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কবিকে চট্টগ্রাম নগর থেকে এসে শুভেচ্ছা জানান, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি-সাংবাদিক রাশেদ রউফ, কবি-ছড়াকার রহীম শাহ, প্রাবন্ধিক নেছার আহমদ, কবি অরুণ শীল, কবি উৎপল কান্তি বড়ুয়া, কবি অমিত বড়ুয়া, সঙ্গীতশিল্পী অধ্যাপক মৃণাালিনী চক্রবর্তী, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, কবি রুনা তাসনিমা। সাবেক এ ছাত্রনেতাকে নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর রাজনৈতিক প্রদর্শক কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষে পুস্পস্তবক, ক্রেস্ট, উত্তরীয় দিয়ে কবিকে শুভেচ্ছা জানান, সনাক-টিআইবি’র আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, পটিয়া প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ ছিদ্দিকী, উত্তরাধিকারের সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া, পটিয়া থিয়েটারের সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, খলিলুর রহমান মহিলা কলেজের শিক্ষক অভিজিৎ বড়ুয়া মানু, বর্ণরেখা খেলাঘর আসরের ভগীরথ দাশ, ডা. আইয়ুব নবী, এডভোকেট খুরশীদ আলম, আবদুর রহমান রুবেল, নজরুল ইসলাম, হামীম রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে গান গেয়ে শোনায় ক্ষুদেশিল্পী দীপান্বিতা ও পারমিতা ভগ্নীদ্বয়। শেষে অতিথিদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।