সোনাদিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে ডাঃ মাহফুজের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা


তারেক আজিজ’ মহেশখালী :
৪ মার্চ বৃহস্পতিবার সকাল দশটা থেকে তিনটা পযর্ন্ত ফ্রী চিকিৎসা সেবা দিতে হাসপাতাল থেকে স্বাস্থ্য ও পরিঃ পঃ কর্মকর্তা ডাঃমাহাফুজুল হক এর নেতৃত্বে একদল চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন ৷
মহেশখালী হাসপাতালের চিকিৎসক ওডাঃ সহকারীদের সমন্বয়ে গড়ে টিমে আরও ছিলেন ডাঃ এস এম আশরাফুজ্জামান, ডাঃ শিব শেখর ভট্রচার্য, ডাঃ আরিফুল ইসলাম, ডাঃ মিরাজুল হক শিমুল, সহযোগি আলী হোসেন, ইব্রাহিম খলিল,প্রলয় চক্রবর্তী। সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত এলাকার দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম।
ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পর্কে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মুজিব জন্মশত বার্ষিকীর উপলক্ষ্যে মহেশখালীর রিমোট এরিয়ায় আমরা পাঁচটি ফ্রি চিকিৎসা ক্যাম্প করার পরিকল্পনা গ্রহণ করেছি ৷ সোনাদিয়ায় ক্যাম্প করার মাধ্যমে তার যাত্রা শুরু হল ৷ পরবর্তীতে ধলঘাটা, মাতারবাড়ি, হোয়ানক এবং শাপলাপুরে ফ্রি ক্যাম্প করা হবে ৷
সোনাদিয়ায় কতজন রুগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন- রেজিষ্টার্ড প্রায় ১৮০জন শিশু, বয়স্ক, মহিলা ও পুরুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। প্রেসক্রিপশন অনুযায়ী সরকারিভাবে সাপ্লাইকৃত এন্টিবায়োটিক, ইনহেলার সহ যাবতীয় অষুধ ফ্রি দেওয়া হয়েছে ৷