1. khyrulislam2@gmail.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  2. mbtvnews24@gmail.com : editor :
মিয়ানমারের ওপর ‘কঠোর বৈশ্বিক নিষেধাজ্ঞা’ চান জাতিসংঘের তদন্তকারী - MB TV
২৮শে নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ

মিয়ানমারের ওপর ‘কঠোর বৈশ্বিক নিষেধাজ্ঞা’ চান জাতিসংঘের তদন্তকারী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত শুক্রবার, ৫ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক :

 

মিয়ানমারের ওপর বৈশ্বিকভাবে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী থমাস অ্যান্ড্রুজ।

 

বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি প্রতিবেদনে তিনি বলেন, মিয়ানমারের ওপর এখন বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞার পাশাপাশি সেনাশাসকদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জরুরি।

মিয়ানমারের লভ্যাংশের সবচেয়ে বড় উৎস তেল এবং গ্যাস এন্টারপ্রাইজ। থমাস দেশগুলোকে এই খাতেও নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।

 

বিবিসি লিখেছে, জাতিসংঘের রুদ্ধদ্বার বৈঠকে শুক্রবার এ বিষয়ে আলোচনা হবে।

 

১ ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর শুরু হয় দমন-নিপীড়ন। এখন পর্যন্ত সেখানে অর্ধশতাধিক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৬ - ২০২১
Developed By Bongshai IT