করিশ্মার নতুন ছবি মনে করাল 'দিল তো পাগল হ্যায়'র 'নিশা'কে - MB TV

করিশ্মার নতুন ছবি মনে করাল ‘দিল তো পাগল হ্যায়’র ‘নিশা’কে

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ১১:৩৩ 80 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ১১:৩৩ 80 ভিউ
Link Copied!

তানিয়া ফারুক :

‘রাহুলের’ ডান্স ট্রুপে ‘নিশা’ ছিলেন লিড ডান্সার। নিশার অ্যাপিয়ারেন্স, সাবলীল নাচ, পাগলামি, সবটাই মুগ্ধ করেছিল দর্শকদের। আর তাই ১৯৯৭ সালে এই পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

বহুদিন পর নিশার কথা মনে পড়ল নেটিজেনদের। গতকাল ইনস্টাগ্রামে ওয়ার্ক আউটের পর একটি ছবি পোস্ট করেছেন করিশ্মা। পরনে কালো রঙের স্পোর্টস ব্রা, শর্টস। মেকআপ ছাড়া করিশ্মার চুল টপনট করে বাঁধা। অ্যাবসও স্পষ্ট। ছবি দেখেই মুহূর্তের মধ্যে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা মন্তব্য করেছেন, ‘তোকে পুরো হুবহু দিল তো পাগল হ্যায়’র মতো লাগছে।’ আবার অভিনেত্রী সোফি চৌধুরীও এককথা লেখেন, ‘দিটিপিএইচ-এর কথা মনে পড়ল!’ শুধু তাঁরাই না, করিশ্মার বহু অনুরাগী এক কথা লিখে জানিয়েছেন। কেউ কেউ আবার ‘প্রচন্ড হট’ বলেও মন্তব্য করছেন। তবে, অনেকেই দুঃখপ্রকাশ করে লিখেছেন, তাঁরা বড়পর্দায় নিশাকে মিস করেন। অনুরাগীরা চান, ফের তিনি সিনেমায় ফিরুন। যদিও ছোটখাটো বিজ্ঞাপনে করিশ্মার মুখ দেখা যায়। কিন্তু বড়পর্দায় ফের কবে পা রাখবেন, সেটাই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

তথ্যসূত্র : আজকাল।

বিষয়ঃ