পুরুষের চেয়ে নারী-রক্তই বেশি প্রিয় মশাদের! বলছেন পতঙ্গবিদরা - MB TV

পুরুষের চেয়ে নারী-রক্তই বেশি প্রিয় মশাদের! বলছেন পতঙ্গবিদরা

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ১১:২১ 107 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ১১:২১ 107 ভিউ
Link Copied!

 

মশার কামড় খায়নি তেমন মানুষ এদেশে আছে বলে মনে হয় না। রাস্তায় দিন কাটানো লোক থেকে দেশের প্রধানমন্ত্রী, সবাইকেই এই জ্বালাতন সহ্য করতে হয়েছে। ছেলেবেলায় বিজ্ঞান বই পড়ে জানতে পেরেছি, পুরুষ মশা মানুষকে কামড়ায় না। তাদের খাদ্য উদ্ভিদের রস। কিন্তু স্ত্রী মশার চাই রক্ত। কিন্তু এবার জানা যাচ্ছে, পুরুষের তুলনায় মহিলাদের রক্তই বেশি পছন্দ এই স্ত্রী মশাদের।

 

বিজ্ঞাপন

শুনে আজগুবি মনে হলেও এটাই সত্যি। পতঙ্গবিদরা পরীক্ষা করে দেখেছেন, অ্যানোফিলিস সহ অন্যান্য সমস্ত স্ত্রী মশারা মহিলা রক্তের প্রতি বেশি আকর্ষিত হয়। কারণ, মেয়েদের ঘামের সঙ্গে বেশ কিছু প্রকারের অ্যামিনো অ্যাসিড বেশি পরিমাণে নিসৃত হয়। এই অ্যামিনো অ্যাসিডগুলির আধিক্যই নারীশরীরের প্রতি টেনে আনে মশাদের।

 

এছাড়াও মেয়েদের শরীরে উপস্থিত এক বিশেষ ধরনের হরমোন ঘামের সঙ্গে নির্গত হয় যা মশককুলকে আকর্ষণ করে। ফলে বেশি কামড় খায় মেয়েরা। মশাদের নারীদের প্রতি ‘আসক্তির’ এই তথ্য সত্যিই অদ্ভুত।

বিজ্ঞাপন

বিষয়ঃ