বুকের দুধ' নয়, লিঙ্গ-নিরপেক্ষ শব্দের খোঁজ এবার - MB TV

বুকের দুধ’ নয়, লিঙ্গ-নিরপেক্ষ শব্দের খোঁজ এবার

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ১১:১১ 65 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ১১:১১ 65 ভিউ
Link Copied!

তানিয়া ফারুক :

 

একুশ শতকে দাঁড়িয়ে, নিরপেক্ষতা বজায় রাখতে, রূপান্তরকামীদের কথা ভেবে এবং লিঙ্গ-বৈষম্য দূর করতে ‘বুকের দুধ’ শব্দগুচ্ছ বলতে দ্বিধা জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ব্রেস্ট মিল্ক’-এর বদলে একে হিউম্যান মিল্ক বা চেস্ট মিল্ক বলাই ভাল এক্ষেত্রে। বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন, রূপান্তরকামী, নন-বাইনারি মানুষের পক্ষে সন্তানের জন্ম দেওয়া সম্ভব। এমনকি বুকের দুধ তৈরি করাও সম্ভব। ‘ব্রেস্ট মিল্ক’ শব্দগুচ্ছের সঙ্গে রূপান্তরকামীদের অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। শুধু তাই নয়, ‘মা’-এর পরিবর্তে বাবা-মা এবং পেরিনিটাল শব্দ ব্যবহারের প্রতিও তাঁরা জোর দিচ্ছেন।

বিজ্ঞাপন

 

 

তবে বিশেষজ্ঞরা আরো  জানাচ্ছেন, বুকের দুধ, মা, মাতৃত্ব এই শব্দগুলি তাঁরা বাদ দিতে বলছেন না। বরং এগুলো সঙ্গে লিঙ্গ-নিরপেক্ষতা বজায় রাখতে নতুন শব্দগুচ্ছ ব্যবহার করার কথা তাঁরা বলছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন সারা বিশ্বের ‘আধুনিক’ মানুষ। শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব এই শব্দগুচ্ছ প্রয়োগের জন্য আবেদনও করছেন অনেকে।

বিজ্ঞাপন

বিষয়ঃ