জন্মদিনে অভিনেত্রী তামান্নার এমবি টিভি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ - MB TV

জন্মদিনে অভিনেত্রী তামান্নার এমবি টিভি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২১ | ১১:০৯ 88 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২১ | ১১:০৯ 88 ভিউ
Link Copied!

 

তানিয়া ফারুকঃ

এই প্রজন্মের মডেল , অভিনেত্রী তামান্না সরকার আজ সন্ধ্যায় এমবি টিভি কার্যালয়ে আসেন সৌজন্য সাক্ষাৎ করতে । এমবি টিভির স্টুডিওতে এই সময় ঘরোয়া পরিবেশে তার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয় ।

বিজ্ঞাপন

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমবি টিভি ব্যবস্থাপনা পরিচালক এম আমিনুর রহমান ,বার্তা প্রধান শাহাদাত হোসাইন রাসেল, বার্তা সম্পাদক আহমেদ সাব্বির রোমিও ,  রিপোর্টার তানিয়া ফারুক ।

কেক কাটা শেষে প্রিয়াংকা ইসলাম এর গ্রন্থনা ও পরিকল্পনায় , তানিয়া ফারুকের উপস্থাপনায় ও আহমেদ সাব্বির রোমিওর পরিচালনায় নির্মিত এমবি টিভির তারকা অনুষ্ঠান ” তারকা আলাপ ” অনুষ্ঠানে অংশ নেন ।

বিজ্ঞাপন

 

তামান্না সরকার বলেন , জন্মদিনে মূলত সকলের দোয়া একান্ত কাম্য। অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। । সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্য মন্ডিত হয় ।

বিষয়ঃ