সিলেটের দক্ষিণ সুরমায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু - MB TV

সিলেটের দক্ষিণ সুরমায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২১ | ১২:৫৫ 55 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২১ | ১২:৫৫ 55 ভিউ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

 

সিলেটের দক্ষিণ সুরমায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বিজ্ঞাপন

 

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

বিজ্ঞাপন

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

 

নিহতদের মধ্যে দুই বাসের চালক এবং এনা পরিবহনের চালকের সহকারী রয়েছেন। এছাড়া ইমরান খান নামে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের একজন প্রভাষকও মারা গেছেন। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে উদ্ধার কাজ শুরু করে।

 

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

বিষয়ঃ