সিরাজগঞ্জে জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ৪ নেতা আটক


শেখ মাহবুব, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপুল পরিমাণ জিহাদি বইসহ সোমবার রাতে জামাত শিবিরের ৪ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার দুপুর বারোটায় এ নিয়ে থানা ক্যাম্পাসে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) মোঃ নুর আলম সিদ্দীকি প্রেস বিফিং এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলা জামাতের দপ্তর সম্পাদক ফলিয়া গ্রামের ছোরমান আলীর ছেলে আব্দুল বারিক ওরফে বারী (৩৩), উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি পুকুরপাড় গ্রামের আহান্মদ আলীর ছেলে রিয়াজ উদ্দিন মাসুদ (২১), পৌর ছাত্র শিবিরের আমীর শ্রীকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে নাজমুল হুদা (২২) ও মানবাধিকার বিষয়ক সম্পাদক টাঙ্গাইল জেলার কালিহাতী থানার দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে তারিকুল ইসলাম লিখন (২২)।
এদের দুজনকে ঝিকিড়া ও দুজনকে নিজ নিজ এলাকা থেকে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
প্রেস বিফিংকালে সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন, মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পিএম।
প্রেসবিফিংয়ে জানানো হয়, উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া থেকে এদের গ্রেপ্তারকালে বিপুল পরিমাণ জিহাদি বই পাওয়া যায়।
উল্লেখ্য, সম্প্রতি উল্লাপাড়া মডেল থানা পুলিশ উপজেলা জামায়াতের আমীর সহ নয়জনকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে