চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় বুল আকতার স্বীকারোক্তি না দেয়ায়, অমীমাংসিত রয়ে গেছে আসল প্রশ্ন


নিজস্ব প্রতিবেদক :
প্রধান আসামি বাবুল আকতার স্বীকারোক্তি না দেয়ায়, চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায়, অমীমাংসিত রয়ে গেছে আসল প্রশ্ন। ফলে, মিতুকে বাস্তবে কেন খুন হতে হলো, এ প্রশ্নে আটকে গেছে পিবিআই। বাকি সব তথ্য মিললেও, এখন শুধুমাত্র এটিই স্পষ্ট হতে চান তদন্তকারীরা। তাই আরেকদফা রিমান্ডে আনা হতে পারে বাবুলকে। যদিও, পাঁচদিনের রিমান্ডে বেশিরভাগ সময়ই তিনি ছিলেন নিরুত্তর।
রিমান্ডে নিয়ে, পাঁচদিন বাবুল আকতারকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। এরপর, সোমবার আদালতে হাজির করার পর তাদের আশা ছিলো, স্ত্রী হত্যায় দায় স্বীকার করবেন সাবেক এই পুলিশ সুপার। কিন্তু, চারঘণ্টা অপেক্ষা করেও তা হয়নি।
পিবিআইয়ের দাবি, সবকিছুই গুছিয়ে এনেছেন তারা। মিতু হত্যার পুর্বাপর প্রায় সব তথ্যই মিলেছে তদন্তে। রিমান্ডে অনেককিছু চেপে গেলেও কিলিংস্কোয়াডের প্রধান মুসার সাথে পরিচয়সহ কিছু তথ্য স্বীকার করেছেন বাবুল। কিন্তু, শুধুই কী পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা করিয়েছেন তিনি? বারবারই এড়িয়ে গেছেন এই প্রশ্ন।
একসময়ের চৌকস পুলিশ কর্মকর্তা বাবুল। ঠান্ডা মাথায় সামলেছেন বহু চাঞ্চল্যকর মামলা। অপরাধীর কাছ থেকে বের এনেছেন গোপন তথ্য। তাই জানেন, নিজেকে আড়ালে রাখার কৌশলও। ফলে, জিজ্ঞাসাবাদে কখনো কখনো বিষন্ন হলেও; বেশিরভাগ সময়ই ছিলেন নিরুত্তর।
এখন পিবিআইয়ের ভরসা, মুসা আর গায়েত্রী সিং। তাদের সাথে সংশ্লিষ্ট নানাজনকে আনা হচ্ছে জিজ্ঞাসাবাদের আওতায়। জানার চেষ্টা চলছে, বাবুলের সাথে তাদের যোগাযোগ।
গ্রেপ্তার থাকা অন্য আসামীদেরও রিমান্ডে আনা হতে পারে বলে জানিয়েছে পিবিআই।