প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনার রিমান্ড আবেদন খারিজ, কারাগারে প্রেরণ - MB TV

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনার রিমান্ড আবেদন খারিজ, কারাগারে প্রেরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১৮, ২০২১ | ১২:৪২ 141 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১৮, ২০২১ | ১২:৪২ 141 ভিউ
Link Copied!

নিউজ ডেস্ক : 

 

সরকারি নথি চুরির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

 

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন। আগামী বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। পরে শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

 

সোমবার রাতে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।

বিষয়ঃ