রোববার থেকে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিমানের ফ্লাইট

Link Copied!

নিউজ ডেস্ক :
রোববার থেকে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে প্রতিদিন একটি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চাহিদা বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
বিস্তারিত তথ্য ও টিকেট সংগ্রহের জন্য বিমানের সেলস অফিস, বিমান ওয়েবসাইট, কল সেন্টার বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেবিচক। কিন্তু লকডাউনে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জেলা এবং বিদেশ গমনেচ্ছুরা ঢাকায় আসতে পারছিলেন না। সে কারণে ২১ এপ্রিল থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়।