বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিসিইউতে ঈদ


নিউজ ডেস্ক :
হাসপাতালের করোনানি কেয়ার ইউনিটে (সিসিইউ) ঈদ কাটছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা দিন দিন উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে করোনার আগের কিছু শারীরিক সমস্যার কারণে শারীরিক জটিলতা রয়ে গেছে বলেও জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয় ১১ এপ্রিল। আক্রান্তের ১৪ দিন পরো খালেদা জিয়ার করোনা নেগেটিভ না হওয়ায় ২৭ এপ্রিল রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৩ মে নেয়া হয় সিসিইউতে। তবে, গত কয়েক দিন যাবৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।
ঈদের দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল দাবি করেন, করোনা নিয়ে সরকারের ভুল নীতির কারণে জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই।
মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা।