ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান মালালার - MB TV

ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান মালালার

ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১৪, ২০২১ | ১০:০১ 132 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১৪, ২০২১ | ১০:০১ 132 ভিউ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : 

 

ইসরায়েলের ধারাবাহিক হামলার হাত থেকে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করতে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী তরুণী মালালা ইউসুফজাই।

বিজ্ঞাপন

 

নিজের ভেরিফায়েড টুইটারে প্রায় প্রতিদিন ইসরায়েলের হামলার প্রতিবাদ করছেন মালালা। প্রথমে তিনি হামলার বিষয়টিকে ‘সংঘর্ষ’ বলে মন্তব্য করেছিলেন। সেই পোস্টে সরাসরি ফিলিস্তিনের নাম উল্লেখও করেননি।

এরপর ১২ মে থেকে তিনি ভাষা পাল্টে ফিলিস্তিনি শিশুদের হয়ে কথা বলছেন। সর্বশেষ পোস্টে লিখেছেন, ‘ধ্বংসস্তূপ নয়, ফিলিস্তিনি শিশুদের স্কুলে থাকা উচিত।’

বিজ্ঞাপন

 

মালাল একটি ভিডিওবার্তাও দিয়েছেন। সেখানে বলেন, ‘ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

 

ইসরায়েল এবং ফিলিস্তিনিদের বিরোধ যুগ-যুগ ধরে চলে আসছে।  ইসরায়েলি উগ্রবাদীদের হাতে প্রতি বছর শতশত নিরীহ ফিলিস্তিনি মারা যান।

 

দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে ‘জেরুজালেম দখল দিবস’ উদ্‌যাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।