চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাইদুল রাঙ্গুনিয়া থেকে  আটক - MB TV

চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাইদুল রাঙ্গুনিয়া থেকে  আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১৩, ২০২১ | ১১:৪০ 33 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১৩, ২০২১ | ১১:৪০ 33 ভিউ
Link Copied!

নিউজ ডেস্ক : 

 

নগরীর চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ শাকুকে (৪৫) আটক করেছে র‌্যাব-৭।

বিজ্ঞাপন

বুধবার (১২ মে) রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার রাণীর হাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

তিনি জানান, আটক করে রাঙ্গুনিয়া থেকে তাকে চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হবে।

এর আগে বিকালে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিজ্ঞাপন

বিষয়ঃ