আজ দিনাজপুরের কিছু স্থানে ঈদ উদযাপন


নিউজ ডেস্ক :
সৌদি আরবের সাথে মিল রেখে বৃহস্পতিবার দিনাজপুরের কয়েকটি স্থানে ঈদ-উল-ফিতর উদযাপন করছে প্রায় ৫ শতাধিক পরিবার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ (পার্টি সেন্টার) একটি কমিউনিটি সেন্টারে নারী-পুরুষসহ তিন শতাধিক মুসল্লি ঈদের প্রধান জামাতে অংশ নেয়। নারী-পুরুষের সমন্বয়ে পর্দার আড়ালে পৃথক এই ঈদের প্রধান জামাতে ইমামতি করেন,ঢাকার একটি মাদ্রাসার ছাত্র মো.সাইফুল্ল্যা।
অন্যদিকে পৃথকভাবে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ড্যাম, বিরল উপজেলার বালান্দরপুর,কামদেবপুর কাজীপাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ এবং গড়েয়াসহ আরো কয়েকটি স্থানে সীমিত সংখ্যক অনুসারি পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০০৭ সাল থেকে দিনাজপুরের কয়েকটি স্থানে রোজা শুরু, তারাবির নামাজ আদায়সহ পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে আসছেন কিছু সংখ্যক অনুসারি।