দেশে পৌঁছেছে চীনের ৫ লাখ টিকা


নিউজ ডেস্ক :
চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিনোফার্মের দেয়া টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট সি ১৩০ জে কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
আনুষ্ঠানিকতা শেষে টিকাগুলো নিয়ে যাওয়া হয় রাজধানীর তেজগাঁওয়ের ইপিআই সেন্টারে। এরআগে মঙ্গলবার টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজটি চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে।
সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা বাংলাদেশে আসছে বলে নিশ্চিত করেন। সেসময় চীনের রাষ্ট্রদূত জানান, ১৮ বছরের বেশি বয়সীরা সিনোফার্মের টিকা নিতে পারবেন। টিকাটি ডব্লিউএইচওর অনুমোদনপ্রাপ্ত। তবে চীন থেকে কেনা সিনোফার্ম করোনার টিকা আগামী জুলাইয়ের আগে দেশে আসছে না।
গত সোমবার ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।