মঠবাড়িয়ায় রেড ক্রিসেন্ট‘র উদ্যোগে নগদ অর্থ ও বীজ বিতরণ

Link Copied!

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলার উপকূলীয় এলাকা বড়মাছুয়ায় ৩‘শ পরিবারের মাঝে নগদ অর্থ ও বীজ বিতরণ করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এর পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার, ঘূর্ণিঝড় আম্ফান ও আয়লায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ অর্থ ও বীজ বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা ও ১৪‘শ টাকা মূল্যের বিভিন্ন মৌসুমী ফসলের বীজ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রাব্বানী ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ও স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গ্রাম পুলিশ।