সিলেট-তামাবিল মহাসড়কে ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ার্কশপে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৩ - MB TV

সিলেট-তামাবিল মহাসড়কে ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ার্কশপে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ মে ৩, ২০২১ | ১১:১৬ 97 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মে ৩, ২০২১ | ১১:১৬ 97 ভিউ
Link Copied!

নিউজ ডেস্ক : 

 

সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত রাস্তার প্রবেশমুখে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ওয়ার্কশপে ঢুকে পড়লে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

 

স্থানীয় সূত্র জানায়, রোববার (০২ মে) রাতে দরবস্ত রাস্তার প্রবেশমুখে একটি ওয়ার্কশপে গাড়ি মেরামতের কাজ চলছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক ওয়ার্কশপের ভেতর ঢুকে পড়ে। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও দুজন।

 

বিজ্ঞাপন

নিহতদের একজন ওয়ার্কশপের মালিক সুহেল আহমদ। নিহত অন্য দুজন হলেন- মোটরসাইকেলের চালক ও একজন আরোহী। তাদের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাটের গাছবাড়িতে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়ঃ