সিলেট-তামাবিল মহাসড়কে ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ার্কশপে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৩
ডেস্ক নিউজ
Link Copied!
নিউজ ডেস্ক :
সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত রাস্তার প্রবেশমুখে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ওয়ার্কশপে ঢুকে পড়লে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার (০২ মে) রাতে দরবস্ত রাস্তার প্রবেশমুখে একটি ওয়ার্কশপে গাড়ি মেরামতের কাজ চলছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক ওয়ার্কশপের ভেতর ঢুকে পড়ে। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও দুজন।
নিহতদের একজন ওয়ার্কশপের মালিক সুহেল আহমদ। নিহত অন্য দুজন হলেন- মোটরসাইকেলের চালক ও একজন আরোহী। তাদের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাটের গাছবাড়িতে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।