র্যাবের সাথে বন্দুকযুদ্ধে টেকনাফের জকির বাহিনীর প্রধানসহ ৩ জন নিহত


তারেক আজিজ, বিশেষ প্রতিনিধিঃ
তাদের বিরুদ্ধে হত্যা,ধর্ষণ ,অপহরণ ও মাদকসহ ২০টি মামলার আসামী ডাকাত জকির বাহিনীর প্রধান জকিরসহ তিন ডাকাত র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ঘটনাস্থল হতে এখন পর্যন্ত দুইটি পিস্তল, দুইটি বন্দুক, পাঁচটি ওয়ান শুটার সহ ২৫ রাউন্ড বন্দুক ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী বিকালে টেকনাফের শালবন এবং জাদিমুড়ায় জকির বাহিনীর ও র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর উইং কমান্ডার আজিম আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শালবন এবং জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের কুখ্যাত ডাকাত জকির দলের গ্রুপের সাথে র্যাব-১৫ এর একটি আভিযানিক দলের সাথে আনুমানিক ঘণ্টাব্যাপী গোলাগুলি চলে ।
এরপর গহীন পাহাড়ের ভিতর জকির বাহিনীর জকির এবং অন্যান্য ২জন এর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এই ঘটনায় র্যাবের একজন সদস্য গুলিবিদ্ধ হয়। জকির ডাকাত এর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ,অপহরণ এবং মাদক সহ সর্বমোট ২০টির অধিক মামলা রয়েছে বলে জানান তিনি। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী উক্ত ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, দুইটি বন্দুক, পাঁচটি ওয়ান শুটার সহ ২৫ রাউন্ড বন্দুক ও পিস্তলের গুলি উদ্ধার হয়েছে ।