টুঙ্গিপাড়ায় কৃষকের ধান কেটে দিল বাংলাদেশ আওয়ামী নবীন লীগ

Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি :
টুঙ্গিপাড়ার প্রত্যন্ত অঞ্চলের কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে গোলায় তুলে দেয়া হচ্ছে। প্রখর তাপদাহে এমন দৃশ্য গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার উপজেলায়। করোনার চলমান পরিস্থিতিতে এমন মানবিক সহায়তায় হাসি ফুটে উঠেছে কৃষক পরিবারে।
টুঙ্গিপাড়ার একাধিক কৃষকের পাকা ধান কেটে গোলায় তুলে দেন টুঙ্গিপাড়া পৌর নবীন লীগ, ময়মনসিংহ জেলা, আশুগঞ্জ উপজেলা ও ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা নবীন লীগ এবং চট্রগ্রাম দক্ষিণ জেলা জেলা নবীন লীগের নেতাকর্মীরা।
করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কৃষকসহ সব শ্রেণির মানুষের পাশে দাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছে বলে জানান তারা।
চট্রগ্রাম দক্ষিণ জেলা জেলা নবীন লীগের সহ সভাপতি জুবায়ের নেতৃত্বে চলে ধান কাটার উৎসব। ওইদিন বেশ কিছু কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।