করোনার টিকা ২৩ লাখ মানুষের শরীরে - MB TV

করোনার টিকা ২৩ লাখ মানুষের শরীরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২১ | ১০:৫৬ 136 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২১ | ১০:৫৬ 136 ভিউ
Link Copied!

রিতু রহমান :

দেশে এখন পর্যন্ত করোনার টিকা ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন মানুষের শরীরে। এর মধ্যে সোমবার নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৮০ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়।

 

বিজ্ঞাপন

পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান কার্যক্রম। জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরুর পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলছে। একইসঙ্গে ক্রমে টিকার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে টিকা নেওয়া ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জনের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন এবং নারী ৭ লাখ ৮৯ হাজার ৪৪২ জন।

 

এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬ লাখ ৫৮ হাজার ৭৮০ জন, ময়মনসিংহ বিভাগে নিয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৬ জন, চট্টগ্রাম বিভাগে নিয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪৪৫ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৬২ হাজার ৯৩২ জন, রংপুর বিভাগে ২ লাখ ১৪ হাজার ৩৮৫ জন, খুলনা বিভাগে ২ লাখ ৭৪ হাজার ৬৩৭ জন, বরিশাল বিভাগে ১ লাখ ১২ হাজার ১৬৮ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৪৭৪ জন।

বিজ্ঞাপন

 

সোমবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬৯ হাজার ৯৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ২৮১ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৬৭০ জন, রংপুর বিভাগে ২০ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে ৩০ হাজার ৪৬৬ জন, বরিশাল বিভাগে ১০ হাজার ৬৩১ জন এবং সিলেট বিভাগে ১১ হাজার ৯৬২ জন। সোমবার সবচেয়ে কম টিকা নিয়েছেন ময়মনসিংহের মানুষ।

বিষয়ঃ