উখিয়ায় ইয়াবা ও জালটাকা সহ ৩ পুলিশ সদস্য গ্রেফতার - MB TV

উখিয়ায় ইয়াবা ও জালটাকা সহ ৩ পুলিশ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২১ | ২:৪৩ 89 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২১ | ২:৪৩ 89 ভিউ
Link Copied!
 তারেক আজিজ’, বিশেষ প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প (তানজিমারখোলা) এলাকা থেকে ৩ পুলিশ সদস্য ১৮শ পিস ইয়াবা ও জাল টাকা আট আটক হয়েছে। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ২২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ৮ এপিবিএন পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও নাজিমের ব্যাক্তিগত কক্ষে খোধ আর্মড পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সূত্র জানায়, ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরাম (৩৮) পিতা ফয়েজুল্লাহ কে এসআই সোহাগ ইয়াবা বিক্রি করে দেবার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। পরে হেড মাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে জানায়। পরবর্তীতে গোপনে অনুসন্ধানে গিয়ে হেডমাঝি একরামের সাথে এসআই সোহাগের বাকবিকন্ডার সময় এক পুলিশ কর্মকর্তা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকা সহ তাদের আটক করা হয়। সন্ধ্যায় আটক ৩ পুলিশ সদস্যদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলার পাশাপাশি বিভাগীয় মামলার প্রস্ত্রতি চলছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

বিষয়ঃ