সেবাব্রতী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

Link Copied!

সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সেবাব্রতী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারী সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেসময় উপস্হিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ,জনাব নয়ন ইসলাম নির্বাহী পরিচালক সেবাব্রতী সমাজ কল্যাণ সংস্থা, সিবলী সাদিক প্রশাসনিক কর্মকর্তা সহ আরো অনেকে।সেবাব্রতী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জনাব নয়ন ইসলাম বর্তমান ঝিনাইদহ টিভিকে বলেন আমাদের তরুণ প্রজন্মকে আজকের এই দিনটিকে ঘিরে বাংলা ভাষাকে মনেপ্রাণে ধারণ করতে হবে আর বাংলা ভাষাকে সঠিকভাবে সমাজে প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।