মাগুরা মহম্মদপুর উপজেলায় চলছে বোর ধান কাটার মৌসুম - MB TV

মাগুরা মহম্মদপুর উপজেলায় চলছে বোর ধান কাটার মৌসুম

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২১ | ৪:৫২ 49 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২১ | ৪:৫২ 49 ভিউ
Link Copied!

 মোঃইন্নাচ হোসেন (মাগুরা জেলা প্রতিনিধি)  :

মাগুরা মহম্মদপুর উপজেলায় কুমরুল গ্রাম সহ বিভিন্ন মাঠে চলছে বোর ধান কাটার মৌসুম।

 

বিজ্ঞাপন

গত বছরের তুলনাই এ বছরে ধানের ফলন ভালো হবে বলে কৃষকেরা প্রথমে এটা আসা করেছিলেন। কিন্ত গত ৪ এপ্রিল এসিড বৃষ্টি এবং গরম আবহাওয়া ধানের ও অতিরিক্ত বাতাসের কারনে ধানের ফুল ঝরে যায়। এ বাতাসে ধানের বাইল শুকিয়ে চিটায় পরিনত হয়।

কৃষকেরা তাদের আসানুরুপ ফসল হবে না, যে কারনে তারা ক্ষতির সমুখে পরছে। অনেক কৃষক তারা ঋন করে বরো ধান চাষ করে।এই ফসল দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্ত এ বছরে তাদের ঋন পরিশোধ হবে না এই কথা বলেন Mb Tv কে।

বিজ্ঞাপন

বিষয়ঃ