কুমরুল যুব সমাজের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন
ডেস্ক নিউজ
Link Copied!
মোঃইন্নাচ হোসেন(মাগুরা জেলা প্রতিনিধি) :
মাগুরা মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নে কুমরুল গ্রামের গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ইফতার সামগ্রী হলো ছোলা,চিনি,সেমাই,দুধ,খেজুর।
এ সময় উপস্থিত ছিলেন মোঃইন্নাচ হোসেন,মোঃরহিম মোল্লা,মোঃআমিনুর রহমান,মনিরুল ইসলাম,রবিউল ইসলাম,হাসিব মোল্লা,রফিকুল ইসলাম,শাহিন মোল্লা,মানিক মোল্লা। গরীব ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে এই সব মানুষ।
এ ধরনের সহযোগিতা সংগঠনের পক্ষে সবসময় অব্যাহত থাকবে, এছাড়া সমাজে যার অসুস্থ তাদের খোজ খবর নিয়ে আগামী দিল গুলো সবাই কে নিয়ে এক সাথে সমাজে বসবাস করতে চাই।উদ্যোক্তারা এসব কথা বলেন।