বরিশালে নির্বাচনী সসিংসতায় নিহত ২

Link Copied!

নিউজ ডেস্ক :
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রোববার ভোরে, উপজেলার দক্ষিণ উলানিয়ার সুলতানী গ্রামে ঘটে এ ঘটনা।
স্থানীয়রা জানান, সম্প্রতি উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়ায় এই হামলা হয়। চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর কয়েকশো অনুসারী দেশীয় অস্ত্র নিয়ে অন্য প্রার্থী রুমার সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় ভাঙচুর করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। সেসময়, ঘটনাস্থলে মারা যান রুমার সমর্থকদের একজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।