সিরাজগঞ্জের সলঙ্গা ডিগ্রি  কলেজ শাখা ছাত্রলীগের মাক্স  বিতারণ  - MB TV

সিরাজগঞ্জের সলঙ্গা ডিগ্রি  কলেজ শাখা ছাত্রলীগের মাক্স  বিতারণ 

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ৯, ২০২১ | ৭:৩২ 47 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ৯, ২০২১ | ৭:৩২ 47 ভিউ
Link Copied!
শেখ মাহবুব,  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
 বাংলাদেশ ছাত্রলীগ সলঙ্গা ডিগ্রি  কলেজ শাখার  উদ্যোগে সিরাজগঞ্জ  জেলা ছাত্রলীগ এর নেতা কর্মীর উপস্থিতিতে জন সচেতনতার বৃদ্ধির উদ্দেশ্যে মাক্স  বিতারণ শুরু করে শুক্রবার  বিকাল ৪ ঘটিকায়  সলঙ্গা ডাকবাংলু থেকে শুরু করে তার পর সারা  বাজার গুড়ে গুড়ে  দূরত্ব বজায় রেখে মাক্স  বিতরণ করেন ছাত্রলীগের নেতা কর্মী এমন উদ্যেগে জন সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণকালে  ছাত্রলীগের সকল নেতা কর্মী বলেন, আবারও বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সর্বসাধারণ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় মূলত সংক্রমণ বেড়েই চলছে। তাদেরকে সচেতন করার ক্ষুদ্র প্রয়াস থেকেই আমরা মাস্ক বিতরণ করছি।
 সলঙ্গার ডাকবাংলু থেকে শুরু হয়ে সিএনজি স্টেশন, কাঁচা বাজার, ফল মার্কেট,  বিভিন্ন পরিবহন শ্রমিক, মোটরসাইকেল চালক, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য জানিয়ে ছাত্রলীগের সকল নেতা কর্মী  বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসুক আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ সলঙ্গা ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে।

বিষয়ঃ