প্রথমবার একসাথে বাপ্পা – ওয়াহেদ শাহীন

Link Copied!

প্রিয়াংকা ইসলাম:
এই সময়ের সবচেয়ে ব্যস্ততম মেধাবী সঙ্গীতপরিচালক ওয়াহেদ শাহীন এর সঙ্গীতায়োজনে নতুন একটি গানে কণ্ঠ দিলেন দেশের স্বনামধন্য গুণী সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। ওয়াহেদ শাহীন এর সঙ্গীতায়োজনে এই প্রথম গাইলেন বাপ্পা। অসাধারণ কিছু মন ছুঁয়ে যাওয়া কথামালা দিয়ে সাজানো এই গানের গীতিকথা লিখেছেন গীতিকবি শেখ নজরুল।
আর গানটিতে সুরারোপ করেছেন জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী ফিদেল নাইম। আসছে ঈদ উপলক্ষে বাপ্পা মজুমদার এর গাওয়া নতুন এই গানটি মিউজিক ভিডিও সহ প্রকাশিত হবে। স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এইচএম ভয়েস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাচ্ছে বলে জানালেন সঙ্গীতপরিচালক ওয়াহেদ শাহীন। নতুন এই গান প্রসঙ্গে তিনি বললেন, বাপ্পা দা আমার দারুণ পছন্দের একজন শিল্পী। খুব যত্ন নিয়ে সঙ্গীতায়োজনটি করার চেষ্টা করেছি।
আর বাপ্পা দার অসাধারণ গায়কী যেন গানটিকে আরও প্রানবন্ত করে তুলেছে। সবমিলিয়ে খুব ভালো একটি গান উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, গানের কথা ও সুর অনেক ভালো লেগেছে। আর সঙ্গীতায়োজনটিও মনের মতো হয়েছে। গানটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।