নাটোরের বড়াইগ্রামে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন - MB TV

নাটোরের বড়াইগ্রামে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ৭, ২০২১ | ৩:৪৩ 50 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ৭, ২০২১ | ৩:৪৩ 50 ভিউ
Link Copied!
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে রমজান উপলক্ষে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে বনপাড়া পৌর শহরের রশিদ ডিলারের মোড়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এই স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও স্থানীয় সুধীজন। উদ্বোধনী দিনে ৪ শতাধিক সাধারণ মানুষ প্রতি কেজি চিনি ৫৫ টাকা , মসুর ডাল ৫৫ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা, পেঁয়াজ ২০ টাকা, ছোলা ৫৫ টাকা দরে টিসিবি কেন্দ্রগুলি থেকে পণ্য ক্রয় করেন। উপজেলার বিভিন্ন পয়েন্টে করোনা স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে এই পণ্য বিক্রি চলমান থাকবে বলে জানান ইউএনও জাহাঙ্গীর আলম।

বিষয়ঃ