সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় করোনাভাইরাসে আক্রান্ত

Link Copied!

শেখ মাহবুব সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
প্রায় এক মাস আগে করোনার টিকা নেওয়ার পরও দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
সোমবার (০৫ এপ্রিল) সকালে তানভীর শাকিলের ব্যক্তিগত সহকারী মো. মিন্টু শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তানভীর শাকিল জয় এমপি তার নির্বাচনী এলাকা কাজিপুরের বিভিন্ন প্রোগ্রাম শেষে গত ৩ এপ্রিল ঢাকায় ফিরে যান। এরপর ৪ এপ্রিল শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন তিনি। সেই টেস্টের ফল পজিটিভ এসেছে। বর্তমানে ঢাকার ধানমন্ডির বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি