চকরিয়ায় ভোগদখলীয় জমি জবরদখলে নিতে হামলা,ভাংচুর ও লুটপাট,আহত ৬


চকরিয়া সংবাদদাতাঃ
কক্সবাজার জেলার চকরিয়া পূর্ব বড় ভেওলা সিকান্দার পাড়ায় এক অসহায় পরিবারের ভোগদখলী বসতবাড়ির আশপাশ দখলে নিতে হামলা চালিয়ে একই পরিবারের ৬ জনকে আহত করেছে এলাকার চিহ্নিত দখলবাজরা। আহতরা হলেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন সিকান্দার পাড়া গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী শামসুন নাহার,মেয়ে রুবি আক্তার, মনোয়ারা বেগম,মেহেরুননেছা,সালমা জন্নাত ও জুবাইদা বেগম।
আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন, ৭নং ওয়ার্ড়স্থ সেকান্দর পাড়ার মৃত শহর মুল্লুকের পূত্র মোস্তাক আহমেদ। গোফরান কে ১নং আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে আরও ১০/১২ জন অজ্ঞাত নামা রেখে চকরিয়া থানায় এজাহার জমা দিয়েছেন।
অভিযোগে জানা যায় ১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এলাকার চিহ্নিত দখলবাজ আবছার মিয়ার পুত্র গোফরানের নেতৃত্বে ১০/২২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মোস্তাকের ভোগদখলীয় জমির আশপাশ দখলে নিতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট চালিয়ে মোস্তাকের পরিবারের ৬ জনকে গুরুত্বর আহত করেছে। এ সময় দখলবাজ সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর সহ নগদ টাকা,স্বর্ণ,মোবাইল সেট সহ প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে বাদী মোস্তাক আহমেদ অভিযোগ করেন।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাএ বলেন, পুর্ব বড়ভেওলায় মারামারির বিষয়ে একটি এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।