নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা রামেশ্বরের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় অন্তষ্টিক্রিয়া  - MB TV

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা রামেশ্বরের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় অন্তষ্টিক্রিয়া 

ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২১ | ১০:৫১ 132 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২১ | ১০:৫১ 132 ভিউ
Link Copied!
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নস্থ আক্কেলপুর গ্রামের কিশোরীর ছেলে বীর মুক্তিযোদ্ধা রামেশ্বর (৬৭) আর নেই। তিনি বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ৯টায় নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত বীরমুক্তিযোদ্ধা রামেশ্বরের অন্তষ্টিক্রিয়া বুধবার বেলা আড়াইটায় আক্কেলপুর পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়।
অন্তিষ্টিক্রিয়ার পূর্বে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক শ্মশানে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আন্তষ্টিক্রিয়ায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, বীরমুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, বীরমুক্তিযোদ্ধা ও শ্রীমন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর প্রমুখ।

বিষয়ঃ