নারায়ণগঞ্জে পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষ - MB TV

নারায়ণগঞ্জে পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৮, ২০২১ | ১:৫৭ 48 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৮, ২০২১ | ১:৫৭ 48 ভিউ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

 

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জের সানারপাড়ে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

 

বিজ্ঞাপন

রোববার সকালে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সকাল থেকে মহাসড়ক অবরোধ করছে সমর্থকরা।

 

এসময় হেফাজতে ইসলামের কর্মীরা আশপাশ এলাকা থেকে জড়ো হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডাচ্ বাংলা পয়েন্ট ও মাদানীনগর এলাকায়।

বিজ্ঞাপন

 

হরতাল সমর্থকরা মহাসড়কে যানবাহন বন্ধ করে টায়ার জ্বালিয়ে, কাঠের গুড়ি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। সমর্থনকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

 

এখন পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে। তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েক দফায় কথা বলতে দেখা যায়। বিক্ষোভকারীদের পুলিশ, র‌্যাব সদস্যরা ঘিরে রেখেছে। এখনও মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়ঃ